মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উৎসব পালিত হয়েছে।
এদিন উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ৯ টায় এক র্যালি দুপচাঁর্চিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ের প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম দাস। বিভিন্ন অফিসার বিন্দু এ সময় উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭ঘটিকায় শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে বিশাল এক কেক কেটে জন্মদিন উৎসব পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার সিনিয়র সহ-সভাপতি আবু জাহিদ। সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানা। মহসিন আলী। আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।