ডেস্ক রিপোর্ট: চলতি বছরের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান। শ্রীলঙ্কার ইনিংসে তখন ১৫তম ওভারের খেলা চলছিল। ওভারটি করছিলেন সংযুক্ত আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান।
তার করা ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে দেখা গেল ‘ম্যাজিক’! চতুর্থ বলে ফিরলেন ভানুকা রাজাপক্ষে। পরের বলে চারিথা আসালাঙ্কাকেও তুলে নেন মিয়াপ্পান। পরের বলে হ্যাটট্রিকের সুযোগ! ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকেও তুলে নিয়ে হ্যাটট্রিক করে ফেলেন এই বোলার।
তবে এই বির্পযয়ের পরেও শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৫২ রান। এই ম্যাচে জিততে হলে আরব আমিরাতকে করতে হবে ১৫৩ রান।