1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ

  • আপডেট করা হয়েছে : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬ বার দেখা হয়েছে

শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ২৫১ জন কাউন্সিলরের মধ্যে উপস্তিত মাত্র ৮ জন আবার তাদের নিরাপত্তা দিতে রয়েছেন পুলিশসহ আইন শৃংঙ্খলা বাহিনীর ২০ সদস্য। এমনই এক পরিবেশে বুধবার সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে ৮ নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলদের অভিযোগ একটি গ্রুপ তাদের স্বার্থ উদ্ধারে
পকেট কমিটি গঠণ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কমিটির উপর দায় চাপিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক।

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরিন কোন্দলের জেরে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তরিঘরি করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ৮নং জামালপুর ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীকে না জানিয়ে এ সম্মেলন করেন। এই সম্মেলনের মাধ্যমে পকেট কমিটি গঠণ করা হচ্ছে এমন অভিযোগ স্থানীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের।

ওই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৯ জন করে ১৭১, কোয়াবশন ১৫ ও ইউনিয়ন কমিটির ৬৫ জন মিলে মোট কাউন্সিলর২৫১ জন। এরমধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু বলেন, সম্মেলনে ৮ জন কাউন্সিলর, পুলিশ, সাংবাদিক সহ মোট ৩০ জনের মতো উপস্থিত ছিল। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি।

সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে আমরা সম্মেলন করছি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস, এম সোলায়মান আলী বলেন, আমি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে কাউন্সিলদের উপস্থিতি খুবই কম। ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৮৪ জন কাউন্সিলর উপস্থিত থাকতে হবে। কিন্তু উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি।

সম্মেলনটির প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কাজে ব্যাস্ত ছিলাম সম্মেলন হয়েছে কিনা খবর পাই নি বা জানিনা।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য, জেলা কমিটির সকল সহ-সভাপতি ও সাধারন সম্পাদকের নাম সম্মেলনের ব্যানারে থাকলেও জেলা কমিটির একজন সহ-সভাপতি ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft