টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি
মেডিক্যাল কোরের ১৩ তম কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার সকালে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ১৩ তম কর্নেল কমান্ড্যান্ট
এর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, এসইউপি, এমএমএড, এমসিপিএস,
ডিপিএইচ, মেডিকেল সার্ভিসেস অধিদপ্তর, আর্মি মেডিকেল কোরের ১৩তম কর্নেল
কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন। উদ্বোধনী
অনুষ্ঠানে শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৃক্ষ রোপন করেন।
এসময় অভিষেক অনুষ্ঠানে মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা , এসপিপি
, এনডিসি , এমফিল , এমপিএইচ , কমান্ড্যান্ট , আর্মড ফোর্সেস মেডিক্যাল
কলেজ , মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ , এফসিপিএস , মহাপরিচালক , ঔষধ
প্রশাসন অধিদপ্তর , মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী , বিএসপি ( বার ) ,
এনডিসি , পিএসসি , জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া
কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন ,
এমএমএড , এমপিএইচ , ডাইরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস ( আর্মি ) উপস্থিত
ছিলেন ।