স্টাফ রিপোটারঃ মঙ্গলবার দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘ রাসেল দিবস’ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা প্রশাসন নানা কর্মর্সূচি পালন করেছে। এরই অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে বেলা এগারটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি পুরস্কার জিতে সেরার তালিকায় নাম লিখিয়েছে অন্যরকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ । এই প্রতিষ্ঠানটি থেকে চিত্রাঙ্কনে প্রথম হয়েছে লাবন্য আক্তার, দ্বিতীয় স্থান পেয়েছে সাজিদ সরকার এবং তৃতীয় হয়েছে শাওন আহম্মেদ।
এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, “আমরা বরাবরই উপজেলার অনুষ্ঠানগুলোতে অংশ নিই। ভালো লাগছে শিক্ষার্থীরা ছবি আঁকায় তিনটি পুরস্কার পেয়েছে।