শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পালন করা হলো শেখ রাসেল দিবস। দিবসটি উপলেক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি র্যালি বের করা হয়।
এছাড়া মির্জাপুর পাইলট গার্লস হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনপূর্বক আইটি বিষয়ে এক শিক্ষার্থীকে দিয়ে ক্লাস করানো হয়। এতে অতিথির আসন ছেড়ে শিক্ষার্থীর আসন গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ,উপজেলা নির্বাহী কর্মকতা মো.হাফিজুর রহমান,সহকারি কমিশনার (ভূমি) মো.আমিনুল ইসলাম বুলবুল,মির্জাপুর পাইলট গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান মিয়া প্রমুখ এবং তারা ওই শিক্ষার্থীর ক্লাস উপভোগ করেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাফিজুর রহমান।