স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৫ ডেপুটি গভর্নরের বিরুদ্ধে তিন হাজার ৭০০ কোটি টাকা লুটপাটের ব্যাপারে আনিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আসামিরা কোথায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, গ্রেপ্তার হয়েছে কি না, তা জানতে চান আদালত। রাষ্ট্রপক্ষে প্রতিবেদনের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।”উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রাষ্ট্রপক্ষ ও দুদককে আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিন জাতীয় দৈনিকে ‘৩৭ বিলিয়ন টাকা লুটপাটের জন্য দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতে পড়ে শোনানো হয়।
এ বিষয়ে এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, সোমবার (১৭ অক্টোবর) একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন পড়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষ ও দুদককে এ বিষয়ে অবহিত করতে বলেন। এরপর আমরা পত্রিকা পড়ে বিষয়টি জানালে আদালত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জানতে চেয়েছেন।