নীলফামারী জেলা প্রতিনিধি।।নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আনারস প্রতিকে তিনি ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৩১৮ ভোট।সোমবার (১৭ অক্টোবর)বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শান্তিপুর্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত।এছাড়াও নির্বাচনে সংরক্ষিত দুটি নারী ওয়ার্ড সদস্য পদে মেহেরুন আকতার পলিন ও ইসরাত জাহান পল্লবীসহ ছয়টি সাধারণ সদস্য পদের মধ্যে ডিমলায় ফেরদৌস পারভেজ, ডোমারে মঞ্জুর আহমেদ ডন, জলঢাকায় মোশাররফ হোসেন,নীলফামারী সদরে সাইদুর রহমান এ্যাপোলো,কিশোরগঞ্জে ফাতেমা বেগম এবং সৈয়দপুরে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।