কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা ক্যাম্পে ২ রোহিঙ্গা নেতা মোঃ আনোয়ার ও মৌলভী ইউনুস হত্যা কান্ডের ঘটনায় এজাহার নামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন,১৩ নং ক্যাম্পের ৪/ডি-ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম(৫২)৩/ডি-ব্লকের মৃত সব্বির আহম্মদ এর ছেলে রশিদ আহম্মদ (৫৩)১/এফ-ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদ এর ছেলে মাহবুবুর রহমান (২৮)ও ২/সি-ব্লকের মৃত আলী আহম্মদ এর ছেলে নজির আহম্মেদ (৪৭)।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ মঙ্গলবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলেন, আসামীদের মঙ্গলবার ভোর রাতে ১৩-১৯ নং ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে তাজনিমার খোলা ক্যাম্পে হেড মাঝি মোঃ আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে। নিহত আনোয়ারের ভাই উখিয়া থানায় এজাহারনামীয় ২০ জন সহ অজ্ঞাত নামা ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উখিয়া থানার মামলা নং-৪৯, তাং-১৮/১০/২০২২, রুজু করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প কর্তৃক ক্যাম্প-১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তী উখিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে ক্যাম্পে ব্লক রেইড অব্যাহত আছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।