এম.দুলাল উদ্দিন আহমেদ সিরাজগঞ্জ থেকে;
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের বিশৃঙ্খলা ঘটেনি। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন শেষে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। বিজয়ীরা হলেন সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ড (সদর) একরামুল হক, ৩নং ওয়ার্ড(কামারখন্দ) আমিনুল ইসলাম খান, ৪নং ওয়ার্ড (রায়গঞ্জ) সুমন সরকার, ৫ নং ওয়ার্ড (তাড়াশ) শরিফুল ইসলাম (তাজফুল), ৭নং ওয়ার্ড (শাহজাদপুর) ভিপি আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড (বেলকুচি) আমিনুল ইসলাম আল-আমিন, ৯নং ওয়ার্ড (চৌহালী) মাসুদ রানা নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে মোছাঃ জুঁই পারভীন, ২নং ওয়ার্ডে মোছাঃ কামরুন্নাহার ও ৩নং ওয়ার্ডে মোছাঃ নারগিস খাতুন বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান,এর আগে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১নং ওয়ার্ড (কাজিপুর)মোসলেম উদ্দিন তালুকদার এবং ৬নং ওয়ার্ড (উল্লাপাড়া) গোলাম মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।