সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ টাকার ৪৭০টি জালনোট মোট ৪৭ হাজার টাকাসহ তাওহিদুল ইসলাম ফয়সাল (১৯) নামে একজনকে আটক করেছে র্যাব-১২’র। রোববার রাতে সলঙ্গা থানা এলাকার ফুড ভিলেজ প্লাস হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত তাওহিদুল ইসলাম ফয়সাল
ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চালিনগর গ্রামের ওসমান মোল্লার ছেলে।
সোমবার র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফুড ভিলেজ প্লাসের সামনে অভিযান চালিয়ে ৪৭ হাজার জাল টাকাসহ ফয়সালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত জাল টাকাসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।