আনোয়ার হোসেন অপু ,বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়। এসময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ওই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে সোমবার সকালে ওই কার্যালয়ের
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযানটি পরিচালনা ও জরিমানা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান,
উপজেলা নির্বাহী অফিসার, লালপুর ও র্যাব ৫ এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় সোমবার
সকাল ৮টা থেকে ওই অভিযান চালায়। এসময়
বালিততা ইসলামপুর বাজারের সাগর গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২,লাখ টাকা এবং
অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১লাখ টাকা জরিমানা করা হয়।
এসময়
,ভেজাল গুড়- ৩০০০ কেজি, হাইড্রোসালফেট- ৬৫ কেজি,ডালডা- ১০ কেজি,ফিটকিরি – ২০ কেজি,চিটাগুড় – ২৮০কেজি,টেক্সটাইল কেমিক্যাল রং – ২ কেজি ও চুন- ৫ কেজি জব্দ শেষে ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।