শহিদুল ইসলাম শাহিন সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১১ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল কুমার গাঙ্গুলী বলেন, সদ্য নির্বাচিত অভিভাবক সাধারন সদস্য ৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১ জন এবং শিক্ষক প্রতিনিধি ৩ জনসহ মোট ৮ জন ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার ইসলাম রাসেল ও ইলিয়াস আহম্মেদ জুয়েল প্রতিদ্বন্দ্বিততা করেন।
এরমধ্যে ৫ ভোট পেয়ে শাহরিয়ার ইসলাম রাসেল সভাপতি নির্বাচিত হন। আর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইলিয়াস আহম্মেদ জুয়েল ৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,সাদুল্লাপুর উপজেলা একাডেমি সুপারভাইজার হারুন-অর রশিদ।
সকল ভোটার ও নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত সভাপতি রাসেল বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবকিছু ভুলে সকলের সমন্বয়ে কাজ করা হবে।