চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ থেকে হামকুড়িয়া পর্যন্ত আট কিলোমিটার গুরুুত্বপূর্ণ
পাকা সড়কে খানা-খন্দ সৃৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এতে ঝুঁকি
নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রবিবার সরেজমিন দেখা
যায়, ওই রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় গর্র্ত হয়েছে। গর্তে জমে আছে বৃষ্টির
পানি। অধিকাংশ স্থানে বেরিয়ে আছে ইট। বিশেষ করে হামকুড়িয়া চৌ-রাস্তা
মান্নান নগর বাজারের উত্তর পাশ থেকে দোবিলা বাজার পর্যন্ত চলাচলের অনুপযোগী
হয়ে পড়েছে। মান্নান নগর বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার অধিকাংশ
মানুষ তাড়াশ উপজেলা সদর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সংযোগ
সড়ক মান্নান নগর থেকে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন
স্থানে যাতায়াত করে থাকে। রাস্থা দ্রুত সংস্কার করে জনগণ ও যানবাহন চলাচলের
উপযোগী করার জোর দাবি জানান এলাকাবাসী। তাড়াশ উপজেলা প্রকৌশলী
ইফতেখার সরোয়ার ধ্ধসঢ়;ুরুব বলেন, তাড়াশ সদর থেকে হামকুড়িয়া পর্যন্তু প্রায়
আট কিলোমিটার রাস্তুাটি সড়ক ও জনপথ বিভাগের। ওই রাস্তাটির বেহাল অবস্থার
বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। আশা করা যায় অল্প কিছুদিনের
মধ্যে কাজ শুরু হবে।