জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ১৬ অক্টোবর টাঙ্গাইলের ১২টি উপজেলা সদরে ১২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। চেয়ারম্যান ও মধুপুর আসনের সদস্য পদ ছাড়া ১১টি সাধারণ সদস্য পদে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। অপরদিকে চারটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
সাধারণ সদস্য পদে মধুপুর আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি এবং মধুপুর সংরক্ষিত নারী সদস্য পদে সংরক্ষিত মহিলা আসনে মোছা. মাহমুদা খাতুন নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. আতাউল গনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।