গাইবান্ধা থেকে ফারুক হোসেন:
জেলা পরিষদের নির্বাচন আজ সোমবার গাইবান্ধার সাতটি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমএ ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্ত ইভিএম মেশিনে সমস্যার কারণে ১৮ মিনিট পর গাইবান্ধা সদর উপজেলা আসাদুজ্জামান গার্লস হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র মো. শরিফুল ইসলাম (হেলিকাপ্টার)।
সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন।
এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করবেন বলে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব এ তথ্য জানান।