ডেস্ক রিপোর্ট: মেক্সিকোর একটি বারে শনিবার সন্ধ্যায় এ হামলায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ট। পুলিশের প্রাথমিক অনুমান, এদিনের হামলাও সেই মাফিয়াদের একটি দলের কীর্তি। শনিবার সন্ধ্যায়য় বারে তখন মানুষের আনাগোনা শুরু হয়েছে। লোকেরা নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। কেউ কেউ আবার একা একাই সুরা পান করছেন। এমন সময় হঠাৎই একদল দুষ্কৃতী বন্দুক হাতে ঢুকে পড়ে বারের মধ্যে। দি ওয়াল
কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তবে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা এখনও পুলিশ স্পষ্ট করে বলতে পারেনি। তবে গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় হামলা চালায় একদল বন্দুকবাজ। প্রাণ যায় ১৮ জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনা ঘটল। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।