ডেস্ক রিপোর্ট: আগামী এক, দুই দিনের মধ্যেই ভারতের পশ্চিম বাংলায় থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিতে চলেছে। তারপরেই শুষ্ক আবহাওয়ার মরসুম শুরু। কিন্তু বর্ষা বিদায় জানালেও, শেষলগ্নে ফের ঝেঁপে বৃষ্টি নামবে বাংলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ফের। ১৯, ২০ অক্টোবর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামী কয়েকদিন কলকাতা, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। মেঘমুক্ত থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ। শুষ্ক আবহাওয়া এবং ভোরের দিকে হালকা শীত অনুভূত হতে পারে। অন্যদিকে আগামী সপ্তাহে ২০ অক্টোবর থেকে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে।