শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকাকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করার পাশাপাশি ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারন করায় প্রেমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকসহ তার দু’বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত প্রেমিক পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাকড়া পিংলু (মাগুরা) গ্রামের হামিদুলের ছেলে কামিরুল (২০)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাতে বাড়ির পাশে ফাঁকা ফসলি মাঠের গভীর নলকুপের ঘরে প্রেমিকাকে ডেকে নেয় প্রেমিক কামিরুল। প্রেমিকা সেখানে গিয়ে তার
প্রেমিকের সঙ্গে আরও দুইজনকে দেখতে পায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে প্রেমিকসহ তার দুই বন্ধু জোড়পূর্বক তাকে গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতেই পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হলে কামিরুলকে আটক করা হয়। তার মুঠোফোনে ওই ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ইতোমধ্যে কামিরুল নামে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তার মোবাইলে ওই ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে।