গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ সাংবাদিক আমিনুল আকন্দ (দৈনিক প্রভাতের আলো ও সংবাদ
সারাবেলা) এবং নজরুল ইসলাম (দৈনিক জয়যুগান্তর) বগুড়ার গাবতলী প্রেসক্লাবের সাধারণ
সদস্যপদ লাভ করেছেন। এ লক্ষ্যে এক সাধারণ সভা প্রেসক্লাবের সভাপতি রায়হান রানার সভাপতিত্বে
প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
নুরুল আলম বাদল, সাবেক সভাপতি এনামুল হক (করতোয়া), সহ-সভাপতি সাব্বির হাসান
(দৈনিক যায়যায়দিন ও চাঁদনী বাজার), সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল (দৈনিক ইনকিলাব ও
উত্তর কোণ), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (দৈনিক ঢাকার ডাক ও সাতমাথা),
কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, নির্বাহী সদস্য আ: করিম আকন্দ, জাহাঙ্গীর আলম লাকী, আমীমুল
এহসান শামীম, নাছের মাহমুদ মানিক, প্রতিষ্ঠাতা সদস্য আবু মুসা (দৈনিক ভোরের কাগজ),
মনিরুল ইসলাম মিলন, ফজলুল হক বাবলু, সাধারণ সদস্য নজরুল ইসলাম খান, আরিফুর রহমান বয়েল
(দৈনিক আনন্দ বাজার ও মুক্ত বার্তা), আতোয়ার রহমান বিপ্লব (দৈনিক দেশেরপত্র ও মায়ের আচঁল),
তোহাব রহমান (চ্যালেন-এস) ও ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি)।