গোপালগঞ্জ প্রতিনিধি ।।
গোপালগঞ্জের মুকসদুপুরের দিঘিরপাড় গ্রাম থেকে মোঃ সিরাজ শেখ(৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোর ছয়টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়েনের দিঘিরপাড় গ্রামে নিজ বাড়ির উঠান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া ওই পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, সিরাজ শেখ রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। ছয়টার দিকে তাঁর মৃতদেহ নিজ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে তাঁর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক জখমের চিহৃ রয়েছে।
তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।