গাজীপুর প্রতিনিধি; গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বাস চাপায় ভ্যানগাড়ির তিনজন এবং একজন গার্মেন্টস কর্মীসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চান্দনা চৌরাস্তার তেলিপাড়া ১০ তলা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হরিনা কান্দা এলাকার আব্দুল কুদ্দুসের ভ্যানচালক ছেলে বুরহান উদ্দিন (৪০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার মৃত আব্দুল হামিদের মাছ ব্যবাসায়ী ছেলে ইউনুস আলী (৪০), গাজীপুর জেলার বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার পোশাককর্মী ছেলে সোহরাব মিয়া(৩২)। এ ঘটনায় অপর একজন নিহতের পরিচয় এখনো জানাযায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া ১০ তলা গার্মেন্টসের সামনে চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী বসুমতী বাস ভ্যানগাড়িকে চাপা দেয়। এসময় ভ্যান গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যান গাড়িতে থাকা পথচারীসহ ৪ জন চাপা পড়ে । এতে পাশে দাঁড়িয়ে থাকা একটি বলাকা বাসে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করে পুলিশ।
জিএমপি পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উওর) আহসানুল হক জানান, চৌরাস্তা থেকে আসা বসুমতি একটি ভ্যান গাড়িতে চাপা দিলে চারজন নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহানগরের বাসন থানার ওসি মালেক খসরু বলেন, খবর পেয়ে আমরা ৪ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় গাড়িটি আটকের চেষ্টা চলছে। আরও একজনের মৃত্যুর কথা স্থানীয়রা জানলেও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।