1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে: লায়ন গনি মিয়া বাবুল গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা: অধ্যাপক শাহজাহান মিয়া আড়ং এর ২৭তম আউটলেটের উদ্বোধন পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক গাবতলীতে রবিন খানের উদ্যোগে ৭’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রাজশাহীতে বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, আহত ১০ আটক ৭ পলাশবাড়ীতে সম্মুখ যুদ্ধে লেপ্টে: রফিকসহ আত্মোৎসর্গ শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত চোখের আলো নিয়ে বাড়ী ফিরেছেন দিনাজপুরের এক হাজার ৬৬ জন নারী-পুরুষ ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

কাশফুলের শুভ্রতায় অপরূপ সেজেছে রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চর সৌন্দর্য পিপাসুদের ভীড়

  • আপডেট করা হয়েছে : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৪ বার দেখা হয়েছে

মঈন উদ্দী, রাজশাহী: সবুজ প্রান্তর, শুভ্র কাশফুল আর শরতের শেষের নীল আকাশ যেন রাজশাহীর পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল যেন অপরূপ সাজে সেজেছে। শুভ্রতা আর স্নিগ্ধতায় মোড়া কাশফুলের সৌন্দর্য জানান দিচ্ছে এখন শরৎকালে বিদায় ঘন্টা। এরইসঙ্গে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমীরা। একটু প্রশান্তির জন্য ছুটে যাচ্ছে কাশফুল দেখতে। সীমান্তবর্তী পদ্ম চরে ধূ-ধূ বালুচরের মধ্যে বিভিন্ন বিস্তীর্ণ উঁচু-নিচু জায়গাজুড়ে আপন মনে ফুটেছে শরতের সাদা কাশফুল। নীলচে আকাশে সাদা মেঘের খুনসুটি আর দিগন্তজোড়া কাশফুলের দোল খাওয়ার দৃশ্য মন কাড়বে যে কারো।

নয়নাভিরাম পদ্মার চর সাদা কাশফুলের সৌন্দর্যে পদ্মা নদী সেজেছে ভিন্ন রূপে। বর্ষায় ভরা নদীতে যেমন পানি এসে পদ্মার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে এখন নতুনভাবে যুক্ত হয়েছে কাশফুলের সৌন্দর্য। গত সপ্তাহ থেকেই নদীর মাঝে ফুটতে শুরু করেছে কাশফুলগুলো। আর এর সঙ্গে সঙ্গে বিনোদন প্রেমীদেরও বেড়েছে ভিড়।

কাশফুলের বাগানে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ কাশবনে ঘুরে বেড়াচ্ছেন। বাঙালিদের মনে দোলা দিতে বর্ষার পরে শুভ্রতার প্রতীক হয়ে প্রতি বছর ফিরে আসে শরৎকালের শেষ সময়। পদ্মার জেগে উঠা চরজুড়ে সাদা সাদা কাশফুল। এ কাশফুল নীল আকাশ ও সাদা কাশফুল মনের হৃদয়ে শিহরণ জাগে।

এখন প্রতিদিনই নদীর ধারে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিনোদন প্রেমীরা প্রিয় মানুষদের সঙ্গে পদ্মা নদীর পাড় ধরে ঘুরছেন। অনেকে আবার নৌকায় চড়ে নদীতে ভাসছেন। তারা বলছেন, ‘আগের চেয়ে পদ্মা নদী এখন ভিন্ন রূপে সেজেছে।’ বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসেন অনেকে। ভরা পদ্মায় কাশফুলের এই সৌন্দর্যে অনেকে নিজেকে ক্যামেরাবন্দি করছেন। নগরীর আলুপট্টি থেকে পদ্মা গার্ডেন, মুক্তমঞ্চ, বিজিবি, টি-বাঁধ পর্যন্ত ফুটেছে কাশফুল। নৌকায় ঘোরার সময় অনেক ছোট ছোট বাচ্চা কাশফুল নিয়ে নদীর পাড়ে উঠছেন।
পদ্মা গার্ডেন এলাকায় নৌকায় পরিবার নিয়ে ঘুরতে এসেছেন আবু হেনা মোস্তফা জামান জানান, কর্ম ব্যস্ততায় সবসময় নিজের পরিবারকে সময় দিতে পারি না। তাই সময় পেলেই পরিবারের সবাই মিলে নদীর ধারে ঘুরতে আসি। আগের চেয়ে কাশফুলের কারণে নদীর সৌন্দর্য এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দুইপাশে ভরা পানি তার মাঝে কাশফুলগুলো অসাধারণ লাগছে।
আরেক বিনোদন প্রেমী ইব্রামী হোসেন সম্রাট বলেন, ‘পড়াশুনা আর ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সঙ্গে নদীতে ঘুরতে আসি। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে এখন কাশফুলের কারণে পরিবেশটা নতুনত্ব এসেছে। তবে দীর্ঘসময় ফুলগুলো থাকলে অনেক ভালো লাগত।
মুক্তমঞ্চ এলাকার নৌকার মাঝি সাজু ও রুবেল বলেন, ‘বর্ষা বাদে বাকি সময় আমাদের কর্মহীন থাকতে হয়। বর্ষায় উপার্জনের একমাত্র মৌসুম। কয়েক মাস পর এখন ব্যবসা ভালো হচ্ছে। তবে কাশফুলের কারণে লোকজন নৌকায় বেশি উঠছেন। সকলেই পানির মাঝে গিয়ে প্রিয় মানুষদের সঙ্গে ফোনে ছবি তুলছেন। এখন কাশফুলের কারণে আমাদের ব্যবসাও ভালো হচ্ছে।’
স্থানীয় কয়েকজন ব্যাবসায়ি জানান, পদ্মা নদীর পাড়কে রাজশাহী সিটি কর্পোরেশন ইতিমধ্যে ভালো মানের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন, এতে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বড় ভূমিকা রাখছে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft