বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় ইয়াছিন আলী সরকার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের বাসিন্দা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাইসাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেওয়ার জন্য কুতুবপুর বাজারে যাচ্ছিলেন ওই শিক্ষক। পথিমধ্যে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় বাইসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
সারিয়াকান্দি থানার কুতুবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুরুল হুদা জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।