শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে আনোয়ারা বেগম(২৭) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোফাজ্জল হোসেনকে বৃহস্পতিবার রাতে ঘাটাইল উপজেলার মুরাদ গ্রাম থেকে আটক করেছে পুলিশ। আটককৃত মোফাজ্জল হোসেন(৪০) মুরাদ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে বলে জানাগেছে।
গৃহবধূকে হত্যার পর গত বুধবার রাতেই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানান,উপজেলার বেলতৈল এলাকায় আনোয়ারা ও মোফাজ্জল হোসেন দম্পতি একটি ভাড়া বাড়িতে ৮ বছরের ছেলে আশিককে নিয়ে ভাড়া থাকতো। গত বুধবার সকালে ঘরের ভেতর ওই ছেলের কান্নার শব্দ পেয়ে বাড়ির মালিক শহিদ মিয়া দরজা খুলে দেখেন আনোয়ারা বেগমের মরদেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জহির জানান, বৃহস্পতিবার রাত ৯টার সময় ঘাতক মোফাজ্জলকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুক্রবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।