নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদন্ধীতা করলেও এই মুহুর্তে জনপ্রিয়তায় ও জন প্রতিনিধিেিদর সমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক হাফিজুর রহমান শরীফ (তালা)। অন্যান্য প্রার্থীরা হচ্ছেন নগরকান্দার সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম খায়রুজ্জামান বতু মিয়ার ভাতিজা এ কে এম আমিরুজ্জামান প্রিন্স (ঘুড়ি) , চরযোশরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক ( টিউবওয়েল), নগরকান্দার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান সুমন (অটোরিক্সা), লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ (হাতি) এবং বাবুল মোল্লা ( বৈদ্যুতিক পাখা ) ।
১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের সদস্য পদে প্রচার প্রচারনা এখন তুঙ্গে । প্রার্থীরা খুব সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদেরর দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন । নগরকান্দা উপজেলা চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান এবং নগরকান্দা প্যেরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান -মেম্বার সহ ১৩৩ জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য ।
কে হবেন নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডেও সদস্য তা নিয়ে নগরকান্দা উপজেলার জন প্রতিনিধিদের মধ্যে চলছে জল্পনা কল্পনা । তারা ভাবছেন কাকে ভোট দিয়ে সদস্য নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে ,জেলা পরিষদ থেকে প্রাপ্ত বরাদ্দ দিয়ে এলাকার উন্নয়ন কাজ করবে, উন্নয়ন বরাদ্দের টাকা নিজের পকেটে ঢোকাবে না ।
সদস্য প্রার্থীদের মধ্যে নগরকান্দা উপজেলার জন প্রতিনিধিদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন হাফিজুর রহমান শরীফ ( তালা )। বিজ্ঞ রাজনৈতিক মহল ও ভোটারদের মাঝে জোড় গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে হাফিজুর রহমান শরীফের জয়লাভের সম্ভাবনাই উজ্জল । তবে কোমর কষে লড়ছেন অন্যান্য প্রার্থীরাও । জয়লাভের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ কে এম আমিরুজ্জামান প্রিন্স (ঘুড়ি) । ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে জয়লাভের জন্য প্রানপন লড়ছেন আরিফুর রহমান তালুকদার পথিক ( টিউবওয়েল) । আশে পাশের ইউনিয়নে আর কোন প্রার্থী না থাকায় জয়লাভের স্বপ্ন দেখছেন এবং বিজয়ের লক্ষে অন্যান্য প্রার্থীর সাথে সমান তালে লড়ে যাচ্ছেন বাবুল মোল্লা ( বৈদ্যুতিক পাখা ) ।
লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ ( হাতি ) সদস্য পদে জয়লাভের জন্য দিন রাত গনসংযোগ চালিয়ে যাচ্ছেন । অপর সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভ্ইাস চেয়ারম্যান আনিসুর রহমান সুমন তার বাবার ও নিজের পরিচিতি কাজে লাগিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন । বিজয়ের শেষ হাসিটা কে হাসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৭ অক্টোবর সোমবার ভোট গননা পর্যন্ত ।