গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাক্ষর জাল করে ভূমি অধিগ্রহণ করা জমির অবকাঠামোর অর্থ আতœসাত করায় নিজের ভাইয়ের বিরুদ্ধে সাংবাাদিক সম্মেলন করেছেন আপন ৫ ভাই-বোন। সকালে পলাশবাড়ীর জুনহদ এলাকায় এই সম্মেলনে ৫ ভাই বোনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন তার ভাই ছাইদার রহমান গুরুত্বপুর্ন ব্যক্তিদের স্বাক্ষর জাল করে অধি গ্রহণকরা জমির অবকাঠামোর ক্ষতিপূরণের প্রায় ১৪ লক্ষ টাকা আতœসাত করেছে। অবিলম্বে অর্থ ফেরতসহ ছাইদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। সংবাদ সম্মেলনে ৫ ভাইবোন ছাড়াও তাদের নিকট আতœীয়-স্বজন উপস্থিত ছিলেন।