স্টাফ রিপোর্ট গাইবান্ধা;
গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গাইবান্ধায়। গতকাল জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক পৃথকভাবে এসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। স্থানীয় নৌকার সমর্থকরা এসব কমূসূচীর আয়োজন করে।
বেলা ১১টায় সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা চত্বওে সমবেত হতে থাকে নৌকার সমর্থমরা। এসময় তারা নির্বাচন বাতিলের প্রতিবাদে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবেশ থেকে নির্বাচন বাতিলের প্রতিবাদে বক্তব্য দেয় নৌকার সমর্থকরা। বাতিল হওয়া ৫১টি কেন্দ্র বাদে বাকি কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে প্রকাশের দাবী জানান তারা।
একই রকম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ফুলছড়ি উপজেলার কালিরবাজারে। সেখানে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে ।
সট- জিএম সেলিম পারভেজ সভাপতি, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ।