আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে তাহমিদুল ইসলাম (ফাহিম) গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার অংশ গ্রহন করে। গত (১১ অক্টোবর) প্র্যক্টিক্যাল পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম শিপ্টের পরীক্ষা শেষে বিদ্যালয়ের বাড়ান্দায় আসলে দেবপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে আশিক মিয়া ফাহিম কে একই গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মাসুমের সঙ্গে দেখা করতে বলে। ফাহিম মাসুমের সঙ্গে দেখা না করায় দ্বিতীয় শিপ্টের পরীক্ষার আগ মুহুর্তে বখাটে মাসুম ফাহিমের উপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে।
ফাহিম কে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরীক্ষার্থী ফাহিমের বাবা আবু হানিফ মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের কথা শুনে বখাটে মাসুম ১২ অক্টোবর বুধবারও প্রতিষ্ঠানে প্রবেশ করে ফাহিম কে খুঁজে যায় ।এত করে আতঙ্কের মধ্যে আছে ফাহিমের পরিবারটি। এ বিষয়ে গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান বিষয়টি আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বিষয়ে আমরা এখনো বসতে পারি নাই প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বসে পদক্ষেপ নেব।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।