মোঃ ইদ্রিস আলী ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সিএনজি বিশ্রামাগার কমিটির অভিষেক ও অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫ ঘটিকায় সি ও অফিস প্রেসক্লাব চত্বরের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর মালিক সমিতির সভাপতি কোবির আহমেদ মিঠু।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
দুপচাঁচিয়া সিএনজি মালিক সমিতির সভাপতি ভুট্টু সাধারণ সম্পাদক আলম হোসেন উপদেষ্টা শামীম আহমেদসহ প্রমুখ নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে দুপচাঁচিয়া সিএনজি মালিক বিশ্রামাগার সমিতির অফিস উদ্বোধন করা হয় এবং এক মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।