আনোয়ার হোসেন অপু ,বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি, “দুর্যোগ আগাম সর্তকতা, সবার জন্য কার্য ব্যবস্থা ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়া পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে ।
বৃহষ্পতিবার (১৩ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহি অফিসার ( ভারপ্রাপ্ত ) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল
কার্যসহকারী সেলিম রেজার সঞ্চালনায়, আলোচনা সভায় নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ সবাইকে নিয়ম মেনে প্রতিটি ক্ষেত্রে দুর্যোগ প্রশাসনের আহ্বান জানান।
এই উপলক্ষে রেলি ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
রেলিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে শেষ হয় ।