নাটোর চলনবিল।
প্রতিনিধি
হাসিবুর রহমান:
নাটোরের সিংড়ায় নীলচড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মামা সবির (৫৫) নিহত হয়েছে। সে ঐ গ্রামের দবির উদ্দিনের পুত্র। বুধবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ভাগ্নে আশরাফুল ও ভগ্নিপতি বরকত কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আশরাফুলের সাথে মৃত নকিব শেখের পুত্র আঃ রহিমের বিরোধ চলে আসছে। নিয়ে গ্রামে শালিসে মীমাংসা হয়। আজ বুধবার কথা কাটাকাটির এক পর্যায়ে ভগ্নিপতি ও ভাগ্নে উত্তেজিত হয়ে আঃ রহিমের উপর চড়াও হয়ে মারপিট করে, এসময় সবির বাধা নিষেধ করলে তাকে ও মারপিট করা হয়। এসময় ঘটনাস্থলে সবির মারা যায়। এদিকে আঃ রহিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন সবিরের ভাগ্নে ও ভগ্নিপতি কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২ জন কে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।