চট্টগ্রাম ব্যুরো:
আট বছরে পা রাখলো বহুমাত্রিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ। ২০১৩ সালে চট্টগ্রামে একঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে মার্কেটিং, কমিউনিকেশন, অডিও-ভিজ্যুয়াল, প্রিন্টিং, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন সেবা পরিচালনা করে আসছে লীড বাংলাদেশ।
প্রতিষ্ঠার পর থেকে লীড বাংলাদেশ লিমিটেড স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সরকারি, বেসরকারি ও অলাভজনক বিভিন্ন সংস্থা এবং কোম্পানির সাথে কাজ করেছে। বিগত সাত বছরে স্বনামধন্য অসংখ্য প্রতিষ্ঠান লীড বাংলাদেশ লিমিটেডের সেবা গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছে এবং ব্যবসা পরিচালনা করছে। পেশাদারিত্ব, সৃষ্টি ও সৃজনশীলতা, অভিনব ও উদ্ভাবনী সব কৌশল এবং পরিকল্পনার সমন্বয়ে লীড বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকদের ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন সার্ভিসের আওতায় এনে তাঁদের ব্যাপক ব্যবসায়িক প্রচার-প্রসার ও সাফল্যই শুধু নয়, নিশ্চিত করেছে ডিজিটালাইজেশনের সচেতনতা ও সুফল সম্পর্কে অবহিত করার কাজটি।
একই সাথে লীড বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামে থেকে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোম্পানি সমূহের জন্য পূর্ন-পরিষেবা নিশ্চিত করতেও সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ জিহাদ। চট্টগ্রাম থেকেও যে বিশ্বমানের প্রতিষ্ঠান করা যায় তার উদাহরণ লীড বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।