সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার যমুনা নদীর মেহেরনগর ও চরবেল পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা জানান,মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।