মোছাঃ শারমিন আক্তার বগুড়া আদমদিঘী প্রতিনিধি ;
বগুড়ার দুপচাঁচিয়ায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইরামতি খাল ও পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মৎস্য দপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ দিন উপজেলার ইরামতি খাল ও উপজেলা পরিষদের পুকুর ছাড়াও অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়সহ মোট ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৯০৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।