শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;
টাঙ্গাইলের মির্জাপুরে রবিবার বেশ কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এতে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি করা হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে খন্দকার সালাউদ্দিন আরিফকে। অন্য দিকে উপজেলা পৌর বিএনপির সভাপতি করা হয়েছে হযরত আলী মিঞাকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এসএম মহসীনকে।
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করতে ভোটের সিদ্ধান্ত হয়।সেখানে খন্দকার সালাউদ্দিন আরিফ ১৬ ভোট এবং আনোয়ার পারভেজ শাহ আলম পান ১২ ভোট। রেজাল্ট ঘোষনা হওয়ার পর পরই শাহ আলমের সমর্থকরা চেয়ার ভাংচুর করে ও আগুন ধরার ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
বিএনপির আহবায়ক ফাতেমা আজাদের নিজ বাড়ির আঙ্গিনায় সকাল প্রায় ১০ টার দিকে এই সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সম্মেলনে ফাতেমা আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও এড.আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক আহমেদ আযম খান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল হাসানুজ্জামিল শাহিন,এড.ফরহাদ ইকবাল,আতাউর রহমান জিন্নাহ,আবুল কাশেম,দিপু হায়দার খান প্রমূখ।