1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২০ বার দেখা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর তেতাভুমি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে মোঃ সবুজ মিয়া (২৮), একই গ্রামের মৃত হারেস মিয়ার মেয়ে মোছাঃ জরিনা বেগম (৪২) ও একই উপজেলার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ সুজন (২০)।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে পাঁচবিবিতে গাঁজা নিয়ে যাচ্ছে গোয়েন্দা সোর্স হতে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ অপারেশনাল দল জেলার সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের সাড়ে ২২ কেকি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ তারা মাদক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft