ডেস্ক রিপোর্ট: জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোর ও তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের নতুন জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারী মো. হাবিবুল্লাহসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এই হাবিবুল্লাহ কুমিল্লার কোবা মসজিদের ইমাম। সম্প্রতি কথিত জিহাদের নামে তার ডাকে সাড়া দিয়ে কুমিল্লাহ থেকে কয়েক তরুণ ঘর ছাড়ে।
অভিযুক্ত হাবিবুল্লাহ মসজিদে তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতো।
এ সময় বাড়ি ছেড়ে যাওয়া আরও তিন তরুণসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রবিবার (৯ অক্টোবর) রাতে বলেন, বাড়ি ছেড়ে যাওয়া ৩ তরুণসহ পাঁচজনকে রাজধানীর যাত্রাবাড়ী এবং কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে, র্যাবের অভিযানে ঘর ছেড়ে যাওয়া ৪ তরুণসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।