স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল ছাটাই করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ফারুক হোসেন (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার বাড়ইপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে এবং সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে ফারুক হোসেন তার বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের ডাল ছাটাই করার সময় হঠাৎ একটা ডাল পাশে থাকা বিদ্যুতের তারের সংগে আটকে যায় এবং গাছে থাকা ফারুক হোসেন বিদ্যুতায়িত হয়। ফায়ার ষ্টেশনের ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে এবং গাছের সংগে ঝুলে থাকা ফারুকের লাশ উদ্ধার করি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি
এবং এব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায়
লাশ দাফনের নির্দেশ দিয়েছি।