স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর বিশ্বশান্তি মঞ্জিলেরর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এনায়েতপুর পাক দরবার শরীফের আয়োজনে বিশ্বশান্তি মঞ্জিল থেকে ধর্মীয় এ শোভাযাত্রা বের হয়। কালেমা খচিত ঝান্ডা হাতে সহস্রাধিক মানুষ কেজি মোড়, মন্ডলপাড়া, থানা সদর, কাপড়ের হাট ও হাসপাতাল রোড প্রদিক্ষণ করে।
পরে মাজার শরীফ জামে মসজিদে আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময় দরবার শরীফের খাদেম সহ সহস্রাধিক ভক্তবৃন্দ ও জাকেরান এবং এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।