1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

জিএম কাদের এখন সংসদের বিরোধীদলীয় নেতা’

  • আপডেট করা হয়েছে : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩১ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু জানিয়েছেন, শনিবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত হয়।

নতুন ঘোষণা না আসা পর্যন্ত জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। সেই হিসেবে তিনিই সংসদের বিরোধীদলীয় নেতা। তবে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে ইতোমধ্যে দলটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছে।

এদিকে, রওশন এরশাদ জাতীয় পার্টির যে কাউন্সিল ডেকেছেন সেটাকে মনগড়া হিসেবে আখ্যায়িত করেন মহাসচিব মজিবুল হক চুন্নু। তিনি বলেন, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই।

চুন্নু বলেন, বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, এটি আলংকারিক পদ। কাউন্সিল আহ্বান করার এখতিয়ার নেই বেগম রওশন এরশাদের। দলীয় বা প্রশাসনিক কোনো দায়িত্বও তার নেই। নৈতিকতার প্রশ্নেই দেশে ফিরে বেগম রওশন এরশাদের বিরোধীদলীয় নেতার পতাকা ব্যবহার করা উচিত নয়। কারণ সংসদীয় দলের সদস্যরা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছেন। আর মসিউর রহমান রাঙ্গা নিজেই ঘোষণা দিয়েছেন, তিনি জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি করবেন না। তাই তার বিরোধীদলীয় হুইপের পদে থাকার প্রশ্নই আসে না।

চুন্নরু দাবি, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। এখন জাতীয় পার্টির কোনো কাউন্সিল হচ্ছে না, জাতীয় পার্টির কাউন্সিলের সময় এখনো হয়নি। কিছু মানুষ একটি কাউন্সিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির নাম ব্যবহার করছে। আসলে ওই কাউন্সিলের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft