জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে বসানো চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন ঠাকুরগাঁওয়ের মো. সিরাজুল ইসলাম (৫০), বিপ্লব হোসেন (২৮) এবং নীলফামারীর আশরাফুল ইসলাম (২৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস থেকে যাত্রী নামিয়ে তাদের মালামাল তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ওই তিনজনের সঙ্গে থাকা সিমেন্টের বস্তায় পলিথিনে মোড়ানো আট কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।