সাইদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার বগুড়া সদরের চিংগাসপুর পুন্ড্রনগর সমবায় সমিতির আয়োজনে চিংগাসপুর স্কুল মাঠে বর্ষাকালীন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, ভাল ফুটবল খেলার মাধ্যমে দেশের সুনাম অর্জন করা যায়। তাই নিয়মিত ফুটবল খেলার মাধ্যমেই ভাল খেলোয়ার তৈরি করা সম্ভব।
আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ৯নং ইউপি সদস্য মন্টু সাকিদার , বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শাহিন, মতিউর রহমান, তানভীর রানা মিঠু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। খেলায় চিংগাসপুর খামারপাড়া ক্রীড়া চক্র ২-১ গোলে চিংগাসপুর সোনার পাড়া ক্রীড়া চক্রকে হারিয়ে জয় লাভ করে।
,