নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিশ্ব লায়ন্স সেবা দিবস ২০২২ উপলক্ষে বগুড়ার ৫টি লায়ন্স ক্লাব যথা লায়ন্স ক্লাব অব বগুড়া সিটি, বগুড়া সাফা, বগুড়া তন্ময়, বগুড়া মহাস্থান ও বগুড়া সংশপ্তকের উদ্যোগে শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যা ৭টায় এক সেমিনারের আয়োজন করা হয়। করেন লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জোন চেয়ারপারসন ক্লাবস, জোন-১৮ এর সভাপতিত্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভের পর আলোচনা করেন লায়ন সুলতান মাহমুদ চৌধুরী, আরসি হেড কোয়ার্টার, লায়ন মঞ্জুর কাদির সঞ্জু, চেয়ারপারসন, নিউ ভয়েস সার্ভিস, লায়ন আতিকুর রহমান মিঠু, চেয়ারপারসন, নিউ ভয়েস মার্কেটিং, লায়ন দেবদুলাল দাস, রিজিওন চেয়ারপারসন, লায়ন নূর-এ-আলম চৌধুরী, লায়ন মোঃ শাহজাহান আলী, লায়ন আইআরএম সাজ্জাদ হোসেন, লায়ন মোহাম্মদ হামিদুল আলম, লায়ন মোঃ শাহান বারী, লায়ন এজাজ আহমেদ, লায়ন নজরুল ইসলাম, লায়ন মোঃ মাহবুবুর রহমান, লায়ন মোঃ তাজিন আহমেদ, লায়ন মেহেদী হাসান, লায়ন ডাঃ মেহেরুল আলম মিশু, লায়ন ফারুক আহমেদ, লায়ন আব্দুল বারী, লায়ন গোলাম রব্বানী জাকী প্রমুখ। ডিস্ট্রিক্ট গভর্নরের ডাক ‘মানবতায় সমাজ গড়ি’ শ্লোগানকে ধারণ করে নেতৃবৃন্দ সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। নৈশভোজের মাধ্যমে সেমিনার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।