সাইদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার বিকালে বগুড়া সদরের নুনগোলা স্কুল মাঠে দশটিকা সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে চূড়ান্ত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। তিনি বলেন ভাল খেলোয়ার তৈরি করার জন্য ভাল মাঠের দরকার হয়। ভাল মাঠ থাকলেই ভাল খেলোয়ার তৈরি করা সম্ভব। ভাল খেলোয়ারেরাই ভাল খেলার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের সুনাম বয়ে আনে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মাফুজুল ইসলাম রাজ, মারুফ রহমান মঞ্জু, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন, প্রমূখ। খেলায় আল আমিন ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করে মহাস্থান বিপুল একাদশ জয় লাভ করে।