কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে।
শনিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এর আওতাধীন ডি/৩ ব্লকের মসজিদে আবু বক্কর, মসজিদ নং-১৬ এর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর ও শুক্রবার ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৯ ব্লকস্থ ‘ব্রাক লার্নিং সেন্টার’ সংলগ্ন রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,টেকনাফ ২১ নং চাকমার কুল ক্যাম্পের মৃত আমির হোসেনের ছেলে রসিদ আহম্মদ (৩৯)ও বালুখালী ১১ নং ক্যাম্পের ১০/এ ব্লকের আব্দুল গণির ছেলে রশিদ আহাম্মেদ (৩২)।
শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ।
তিনি আরও জানান,শনিবার দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ভুঁইয়া এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) সর্দার ইব্রাহিম হোসেন সোহেল এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ক্যাম্প-১৯ এর আওতাধীন ডি/৩ ব্লকের মসজিদে আবু বক্কর, মসজিদ নং-১৬ এর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে আসামী রসিদ আহম্মদ (৩৯)এর নিকট হতে ৪,হাজার ইয়াবা উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।পরবর্তীতে তাকে আটক করে জব্দকৃত আলামত সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৯ ব্লকস্থ ‘ব্রাক লার্নিং সেন্টার’ সংলগ্ন রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে রশিদ আহাম্মেদ (৩২),কে ১টি দেশীয় পাইপগান ও ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে উখিয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।