ফারুক হোসেন,গাইবান্ধা:
আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ আজ বিকেলে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান জি.এম.পারভেজ সেলিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদন্য জাহাঙ্গীর কবির নানক। সভায় নৌকার প্রার্থী রিপন এলাকার বিভিন্ন উন্নয়ন করার লক্ষে তাকে ভোট দেবার আহবান জানান। আর জাহাঙ্গীর কবির নানক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে তিনি সাঘাটা-ফুলছড়ির মানুষের কাছে ভোট চাইতে এসেছেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল করতে করতে দলে দলে জনসভায় যোগ দিতে আসেন।
ফারুক হোসেন,গাইবান্ধা।