শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধি: “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ অন্যরা।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।