বগুড়া প্রতিনিধিঃ
নবাগত বগুড়া জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক চৌধুরীর বগুড়ায় যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বার সমিতির গওহর আলী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।
বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল-০১ এর বিচারক আসাদুল খবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আউয়াল, বগুড়া বারের সাবেক সভাপতি একেএম মাহবুবর রহমান ও অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, লুৎফে গালিব আল জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যা ভোকেট আতাউর রহমান খান মুক্তা প্রমূখ।
অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক বলেন, জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বগুড়ায় দীর্ঘ দিনের জমিয়ে থাকা মামলার জট নিরসনে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বগুড়া বারের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।