1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন

নকল সার ও কীটনাশক উৎপাদন, মালিককে জরিমানা

  • আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯ বার দেখা হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে একটি কারখানা খুলে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করণের অভিযোগে কারখানার মালিক জালাল সরদারের ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আলাদত।

উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় “বাংলাদেশ সিট কোম্পানি” সাইনবোর্ড টাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে এই অবৈধ্য ব্যবসা করে আসছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে একটি জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় “বাংলাদেশ সিট কোম্পানি” প্রোঃ জালাল সরদার নামক সাইনবোর্ড টাঙ্গিয়ে কারখানা স্থাপন করে দীর্ঘ দিন থেকে অবৈধভাবে নকল সার, নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলেন। প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ অননুমোদিত নিম্নমানের কীটনাশক সার বাজারজাত করে আসছিলেন।

এ ছাড়াও বেশি মুনাফার জন্যে নকল সার ও কিটনাশক অবৈধভাবে মজুদ রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে জেলার একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ওই কারখানায় উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে ।

এ সময় কারখানা থেকে এক কেজি জিপসাম , কমলা-৫০ মিলিসহ ১৭ ধরনের বিভিন্ন ১৫ হাজার প্যাকেট, মেয়াদ উত্তীর্ণ মোড়ক এবং তিন ব্যারেল ক্যামিক্যাল ও ভর্তি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি এক হাজার বোতল এবং খালি মোরগজাত পলিসিনসহ কালী সিল প্যাড জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ওই কারখানার মালিক অসাধু ব্যবসায়ী জালাল সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft